ফেসবুক ছোট থেকে বড় বাচ্চা থেকে বুড়ো এমন কোনো মানুষ নেই যে এই নামটি জানেন না কিংবা শুনেন নাই। মার্ক জাকারবার্গ ২০০৪ সালে ৪রা ফেব্রুয়ারি ফেসবুক আবিষ্কার করেন। বর্তমানে ছোট ছোট বাচ্চা রাও ফেসবুক ব্যবহার করে থাকেন। পৃথিবীর সব থেকে বড় এবং সব থেকে জনপ্রিয় সোশাল মিডিয়া হলো ফেসবুক। ফেসবুক ব্যবহার করে না বা ফেসবুক আইডি নেই এমন মানুষ পৃথিবীতে অনেক কমি রয়েছে। ফেসবুকের অনেক ভালো দিক রয়েছে এমনকি ফেসবুক এখন অনেক মানুষের একটা টাকা ইনকাম করার উৎসও বলা যায় ফেসবুকের যেমন ভালো দিক আছে তেমনি আবার খারাপ দিক ও আছে আজকে আপনাদের মাঝে ফেসবুকের ভালো দিক এবং খারাপ দিক দিয়ে আলোচনা করবো।
১) ফেসবুকের ভালো দিক
আমরা সকলেই জানি ফেসবুক হলো একটি অনেক বড় সামাজিক যোগাযোগ মাধ্যম। ইতি মধ্যে ফেসবুক গোটা বিশ্বে খুবি জনপ্রিয়। ফেসবুক চালায় নাহ এমন মানুষ নাই বললেই বলে। ফেসবুক আমাদের সামাজিক যোগাযোগ অনেক সহজ করে দিয়েছে এখন আর ফোন করে টাকা নষ্ট করতে হয় নাহ ফেসবুকের মেসেনজারের মাধ্যমে পৃথিবীর যেকোনো জায়গায় ফোন করা যায়। ফেসবুক থেকে আমরা বিভিন্ন তথ্য কিংবা খবর সবার আগে জানতে পারি। ফেসবুকের মাধ্যমে অনলাইন জগতে আমরা অনেক বন্ধু বানাতে পারি। এছাড়াও ফেসবুক টাকা ইনকাম করার একটি উৎস। এখন মানুষ ফেসবুকে ভিডিও আপলোড করে কিংবা মার্কেটিং করে লাখ লাখ টাকা ইনকাম করছে। ফেসবুকে বিভিন্ন পূর্ণ্য বিক্রি করে মাস শেষে মোটা অংকের টাকা ইনকাম করছে অনেকেই। এমনকি ফেসবুকের মাধ্যমে এখন অনেকেই জনপ্রিয়তা লাভ করছে এবং বাইরাল হচ্ছে। বর্তমান জগতে ফেসবুক ছাড়া জেনো মানুষের চলেই নাহ। এক কথা বলতে গেলে ফেসবুক একটি অনেক গুরুত্বপূর্ণ।
২) ফেসবুকের খারাপ দিক
প্রত্যেকটা জিনিসের যেমন ভালো দিক রয়েছে তেমনি খারাপ দিক ও রয়েছে। ফেসবুকের যেমন ভালো দিক আছে তেমনি খারাপ দিক ও রয়েছে। ফেসবুক আমাদের সমাজের এবং মানুষ জীবনে অনেক খতি করে যেমন আমাদের মূল্যবান সময়ের ক্ষতি হয়। ফেসবুকের অশ্লীল পোষ্ট দেখার ফলে মানসিক ক্ষতি হয়। এছাড়া অনেকে খারাপ কাজ করার ফলে পৌরষত্বের ক্ষতি হয়। সোশ্যাল নেটওয়ার্ক এর জন্য সমগ্র বিশ্বে যে ওয়েব সাইটটি বহুল আলোচিত এবং জনপ্রিয় তা হচ্ছে……; আমার মনে হয় অনেকেই উত্তর পেয়ে গেছেন, তার পরেও বলছি এটা হচ্ছে ফেসবুক। ছোট ছোট বাচ্চা রাও ফেসবুকে এই সব খারাপ পোস্ট এবং খারাপ জিনিসের কারণে এখন খারাপ হয়ে যাচ্ছে। ফেসবুকের কারণে অনেক মানুষের অনেক ভাবে খতি হচ্ছে যেগুলো বলে শেষ করা যাবে নাহ। আমাদের সকলকে উচিত বাচ্চাদের হাতে ফোন না দেও ফেসবুক এর মতো শোসাল মিডিয়া ব্যবহার করতে না দেওয়া কারণ বাচ্চাদের জন্য এটা খতিকর। আমাদের সবার উচিত এই বিষয়ে সচেতন হওয়া।
0 মন্তব্যসমূহ